নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘুমন্ত স্ত্রী ও শিশু উপর এসিড নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত স্বামী মো. খোকনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহষ্পতিবার(৬ জুলাই) দুপুরে র্যাব ১১ উপ অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত মো. খোকন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার গায়েনপাড়া এলাকার মৃত আনসর আলীর ছেলে।
র্যাব কর্মকর্তা জানান, ‘বৃহস্পতিবার দিবাগত রাতে কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি এলাকা থেকে খোকন (৫৫) নামে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সাহেদা বেগম বাদী হয়ে গত ৪ জুলাই এসিড অপরাধ দমন আইনে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন‘।
তিনি আরও জানান, ‘ ৫ মাস পূর্বে মোর্শেদার সাথে খোকনের ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়। আসামীর এটি তৃতীয় বিয়ে। বিয়ের পর থেকে শিশু মারিয়াকে নানির বাড়িতে রেখে আসার জন্য চাপ দেয় স্বামী। এতে রাজি না হওয়ায় বিয়ের ৩ মাস পর খোকন স্ত্রীকে মারপিট করে মায়ের বাড়িতে পাঠিয়ে দেয়।
এছাড়াও বলেন, ২৩ জুন রাতে মোর্শেদা তার সন্তানসহ নিজ শয়নকক্ষে শুয়ে থাকাবস্থায় আসামী খোকন তার সঙ্গীয় অজ্ঞাতনামা আরও ৩/৪ জন তাদের উপর ক্ষিপ্ত হয়ে মোর্শেদার ডান পায়ের উরুতে ও মারিয়ার মুখে নৃশংসভাবে এসিড নিক্ষেপ করে ঝলসে দেয়।
বর্তমানে তারা হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আছে।
গৌতম সাহা/ পূর্ণিমা/ দীপ্ত সংবাদ