বিজ্ঞাপন
শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫
শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫

ঘরে বসেই যেভাবে সংশোধন করবেন এনআইডি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

দৈনন্দিন জীবনে অপরিহার্য একটি নথি হলো জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট আইডি কার্ড। বাংলাদেশে ২০০৮ সালের ২২ জুলাই থেকে জাতীয় পরিচয়পত্র সরবরাহ শুরু হয় আর ২০১৬ সালের ২ অক্টোবর চালু হয় ইলেকট্রনিক চিপযুক্ত স্মার্ট কার্ড। ২০২০ সাল থেকে অনলাইনে আবেদনসহ বিভিন্ন সেবা গ্রহণের সুবিধাও চালু হয়েছে।

অনেক সময় জাতীয় পরিচয়পত্রের তথ্যগুলো অসাবধানতা বশত ভুল হয়ে যায়। তবে জাতীয় পরিচয়পত্রে নাম, জন্ম তারিখ, পিতামাতার নাম কিংবা ঠিকানায় কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য এখন আর নির্বাচনী অফিসে বারবার ঘুরতে হচ্ছে না। নির্বাচন কমিশনের ডিজিটাল সেবা ব্যবস্থার মাধ্যমে ঘরে বসেই অনলাইনে সহজ প্রক্রিয়ায় সংশোধন করা সম্ভব। সাধারণত ৭ থেকে ১৫ দিনের মধ্যে সংশোধন সম্পন্ন হয়।

তাই চলুন, স্মার্ট কার্ডের ভুল সংশোধন নিয়ে বিস্তারিত জেনে নিই–

প্রয়োজনীয় ডকুমেন্ট

নাম, জন্ম তারিখ বা পিতামাতার নাম সংশোধনের জন্য এসএসসি বা এইচএসসি সনদ, জন্ম নিবন্ধন, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, সার্ভিস বই, কাবিননামা, সন্তানের বা পিতামাতার এনআইডির কপি জমা দিতে হয়। জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে এসএসসি সনদ ও ডিজিটাল জন্ম নিবন্ধন বাধ্যতামূলক।

ফি পরিশোধ ও আবেদন প্রক্রিয়া

এনআইডি তথ্য সংশোধনে ২৩০ টাকা, অন্যান্য তথ্য সংশোধনে ১১৫ টাকা এবং উভয় তথ্য সংশোধনে ৩৪৫ টাকা ফি দিতে হয়। রিইস্যু আবেদন করলে সাধারণ সেবায় ৩৪৫ টাকা ও জরুরি সেবায় ৫৭৫ টাকা গুনতে হয়। বিকাশ বা রকেটের মাধ্যমে ফি পরিশোধ করা যায়।

সংশোধন ধাপ

. প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান বা ছবি তুলে প্রস্তুত রাখা

. services.nidw.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে লগইন করা

. প্রোফাইল এডিট করে সঠিক তথ্য টাইপ করে আবেদন ফরম পূরণ

. বিকাশ অ্যাপ থেকে ‘পে বিল’ অপশনে গিয়ে ‘NID Service’ ফি পরিশোধ

. প্রমাণপত্র আপলোড করে আবেদন সাবমিট এবং ফরম ডাউনলোড

নতুন ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে ফরম জমা দিতে হয়। তবে শিক্ষাগত যোগ্যতা, পেশা, ধর্ম বা মোবাইল নম্বরের মতো তথ্য সহজেই অনলাইনে সংশোধনযোগ্য।

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More