ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮টি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) নিরাপদ উড্ডয়ন ও অবতরণের স্বার্থে ফ্লাইটগুলো বিকল্প বিমানবন্দর ডাইভার্ট করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগ কর্মকর্তা কাওছার মাহমুদ।
তিনি জানান, ঘন কুয়াশাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি ফ্লাইট নিরাপদ উড্ডয়ন ও অবতরণের স্বার্থে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।
কাওছার মাহমুদ আরও জানান, এর মধ্যে ৬টি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, ১টি ফ্লাইট কলকাতা বিমানবন্দর এবং ১টি ফ্লাইট হ্যানয় বিমানবন্দর ডাইভার্ট করা হয়।
শাহজালাল বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, বিমানবন্দর ঘোষণা দিয়ে বন্ধ ছিল বিষয়টি তা নয়। সকাল ৬টার পর থেকে ভিজিবিলিটি ছিল না। কোনো ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি। পরে ৯টা ৫২ মিনিটে ফ্লাইট চলাচল শুরু হয়।
এসএ