পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় ঢেকে থাকছে জেলার পথঘাট। ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের।
সোমবার (১০ ডিসেম্বর) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুঁলিয়া আবহাওয়া অফিস।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল সকাল সূর্যের দেখা মিললেও তেমন নেই কোন উত্তাপ। বিকেল হতে না হতেই তা মিলিয়ে যাচ্ছে। বিকেলের পর থেকেই শুরু হিমালয় থেকে প্রবাহিত হিমশীতল ঠান্ডা বাতাস। রাত যত গভীর এই অঞ্চলে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশার তীব্রতা ততই বাড়তে থাকে।
প্রয়োজন ছাড়া তেমন কেউ বাড়ি থেকে বের হননা। কনকনে ঠান্ডা ও হিমশীতল বাতাসে ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের। যানবাহনগুলো চলছে ধীরগতিতে হেডলাই জ্বালিয়ে । ঠান্ডায় শহরের লোকবলের উপস্থিতি একবারে কম থাকায় দোকানপাট খুলছে অনেক দেরিতে।
গত সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত তাপমাত্রার পারদ আরও কমে আসছে। সবচেয়ে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে রাতে ও সকালে।
গোফরান বিপ্লব/ এজে / দীপ্ত সংবাদ