ঘন কুয়াশার কারণে আবারও রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত মধ্যরাত থেকে ওই রুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আবদুস সালাম জানান, কুয়াশার কারণে তিন দিন ধরে গুরুত্বপূর্ণ দৌলতদিয়া ও পাটুরিয়া এবং আরিচা ও কাজিরহাট এই দুই নৌপথে ফেরিসহ নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। ভারী কুয়াশার কারণে গতকাল দিবাগত রাত দেড়টা থেকে সাময়িক সময়ের জন্য এই দুই নৌপথে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ–পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপ–মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে দৌলতদিয়া–পাটুরিয়া ও আরিচা–কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।
এসএ