সৌরচালিত একটি ট্রেন বানিয়েছে সাউথ আফ্রিকার একদল শিক্ষার্থী। ঘণ্টায় ৩০ কিলোমিটার গতিতে এটি মোট ৬০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। ছোট এই ট্রেন সৌরচালিত। ছাদে বসানো চারটি সৌর প্যানেল। আর ল্যাপটপের সাহায্যে নিয়ন্ত্রণ করা হচ্ছে দূর থেকে।
২০২০ সালে এই ট্রেন বানানোর কাজ শুরু করেছিল সাউথ আফ্রিকার সোশাঙ্গুভে টেকনিক্যাল হাইস্কুলের ১৯ ছাত্রের একটি দল। ছাত্ররা বলেন,” আমাদের দেশে পরিবহনের প্রধান মাধ্যম ট্রেন। কিন্তু বিদ্যুতের লোডশেডিং এবং তার চুরি, চলাচলে অন্যতম সমস্যা। তাই আমাদের সৌরচালিত ট্রেন বানানোর সিদ্ধান্ত। কখনো অপ্রতিরোধ্য বাধার মুখে পড়েছি কিন্তু তা অতিক্রম করতে সক্ষম হয়েছি। স্কুলে পড়ার পাশাপাশি এ প্রকল্পে কাজ করা, অনেক কঠিন ছিল। আমাদের অতিরিক্ত সময়ে বহুমুখী কাজ করতে হয়েছে।”
পরিশ্রম আর মেধা খাটিয়ে শিক্ষার্থীদের এই অর্জনে খুশি স্কুলের শিক্ষকরা। তারা জানান “আমাদের শহরে অ্যালকোহলের অপব্যবহার আর অন্যান্য অপরাধ খুব বেশি। এই প্রকল্পটি ছাত্রদের ব্যস্ত রাখে। কাজই তাদের মনোযোগকে ভুল কিছু করা থেকে সরিয়ে রাখে।”
পর্যাপ্ত সুযোগ আর যথাযথ সমর্থন পেলে শিক্ষার্থীরা যেকোন কিছু করতে পারবে বলে মনে করেন এই শিক্ষক।