বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা। কেপ টাউনে খেলা শুরু হবে আজ (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টায়। টি–টোয়েন্টি বিশ্বকাপে টানা ১৫ ম্যাচে কোনো জয় নেই বাংলাদেশের। আইসিসি উইমেন’স টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেলেও আরেকটি ম্যাচ বাকি আছে বাংলাদেশের। স্বাগতিক হিসেবে সাউথ আফ্রিকা শক্তিশালী হলেও শেষটা ভালোভাবে করতে চান বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা।
এবারের আসরে এখন পর্যন্ত মেয়েদের প্রাপ্তি শূণ্যের কোটায়। শ্রীলঙ্কার কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরুর পর অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের কাছেও হেরে যায় বাংলাদেশ। অন্যদিকে আজ জিতলেই সেমিফাইনালে পৌছে যাবে স্বাগতিকরা।
স্বাগতিক হিসেবে খেলা ২০১৪ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার ও আয়ারল্যান্ডের সঙ্গে জয়ের পর গত তিন বিশ্বকাপে ১২ ম্যাচ খেলে কোনো জয় নেই বাংলাদেশের। এবারও তিন ম্যাচ হেরে টানা পরাজয়ের ধরা পৌঁছে গেছে ১৫ ম্যাচে।
এফএম/দীপ্ত সংবাদ