বিগত কয়েক বছর ধরে অধিক লাভজনক হওয়ায় মাগুরার কৃষকরা বাণিজ্যিক ভিত্তিতে গ্রীষ্মকালীন তরমুজের আবাদ শুরু করেছেন। জেলার চার উপজেলার কৃষকরা এই তরমুজের চাষ করে অনেকেই আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
সদর উপজেলার আমুড়িয়া গ্রামের ওবায়দুর রহমান বলেন, এই তরমুজ গাছের জীবনকাল ১০০ দিন। সাতদিন বয়সি চারা ক্ষেতে লাগালে ২০ থেকে ২৫ দিনের মধ্যে গাছে ফুল ও ফল ধরতে শুরু করে। ফুল ধরার ৭০ দিনের মধ্যে তরমুজ খাওয়ার উপযোগী হয়।
তিনি আরও বলেন, সামান্য অভিজ্ঞতা নিয়ে এই তরমুজের চাষ শুরু করেছি। প্রথমবার মোটামুটি ফলন হয়েছে। আশা করছি আগামীতে এই চাষ আরো বৃদ্ধি করব এবং ফলনও ভালো পাবে।
একই গ্রামের কৃষক শামিম হোসেন বলেন, এই তরমুজ চাষ সম্পর্কে আমাদের তেমন কোন ধারনাই ছিল না। আমার চাচা এই তরমুজ চাষ করেছেন দেখে কিছুটা আগ্রহী হয়েছি।
কৃষক আব্দুস সালাম বলেন, তরমুজ ক্ষেতটি দেখে আমার খুব ভালো লেগেছে। ভাবছি স্থানীয় কৃষি অফিসের সহযোগিতা নিয়ে আমিও আগামী বছর এই তরমুজের চাষ করব।
উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির বলেন, গ্রীষ্মকালীন তরমুজ উচ্চমূল্যের ফসল হওয়ায় কারিগরি জ্ঞান সম্পন্ন ব্যক্তিরা এই চাষে সফল হতে পারে। এই ফসলটি কিভাবে উৎপাদন করলে এবং কোন সময়ে পরিচর্যা করলে অধিক লাভবান হতে পারবে সেজন্য আমরা প্রতিনিয়তই কৃষকদের প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি।
এসএ/দীপ্ত নিউজ