ফুটওয়্যার রিটেইল শিল্পের পথপ্রদর্শক হিসেবে দীর্ঘ ২৭ বছর ধরে এপেক্স ফুটওয়্যার লিঃ বাংলাদেশে জনপ্রিয়। ক্রমাগত উদ্ভাবন, অতুলনীয় গ্রাহক সন্তুষ্টি, এবং পরিবেশবান্ধব কার্যপ্রণালীর মাধ্যমেই এপেক্স এগিয়ে যাচ্ছে। এপেক্স সবসময়েই পণ্যের মান উন্নয়ন, সেবার উৎকর্ষতা, এবং পরিবেশগত দায়িত্বশীলতার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করে আসছে, যা গ্রাহক, দেশ এবং পরিবেশে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব ফেলছে। এরই ফলস্বরূপ, রিটেইল সু ক্যাটাগরিতে এপেক্স ফুটওয়্যার লিঃ পঞ্চমবারের মতো বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পুরস্কার জিতে নিয়েছে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম দ্বারা পরিচালিত এই প্ল্যাটফর্মটি দেশব্যাপী জরিপের মাধ্যমে বিভিন্ন শিল্পে বাংলাদেশের সেরা ব্র্যান্ড খুঁজে বের করে।
১৯৯৭ সালে রিটেইল ব্যবসা শুরু করে বর্তমানে এপেক্স ৪৫ লক্ষেরও বেশি বিশ্বস্ত গ্রাহককে সেবা দিয়েছে এবং সারা বাংলাদেশে তাদের প্রায় অর্ধসহস্র স্টোরের মাধ্যমে কাজ করে যাচ্ছে। এপেক্স জুতার ব্যবসায় ডিজাইনের গুরুত্বপূর্ণ ভূমিকা উপলব্ধি করতে পেরেছে, এবং তাই তারা গবেষণা ও উন্নয়নের জন্য একটি বিশ্বমানের ডিজাইন ল্যাব চালু করেছে। প্রতিষ্ঠানটি বছরব্যাপী বিভিন্ন আকর্ষণীয় মার্কেটিং কার্যক্রম পরিচালনা করে এবং গ্রাহকদের প্রিয় জুতাসহ অন্যান্য পণ্য সরবরাহ করতে ই-কমার্স অমনি-চ্যানেল ব্যবহার করে। এপেক্স ইতোমধ্যে apex4u.com নামের একটি ওয়েবসাইট চালু করেছে, যা দেশজুড়ে ৮০টি স্টোরের সঙ্গে সংযুক্ত। সম্প্রতি এই ওয়েবসাইট থেকে ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে ই-কমার্স চ্যানেলের মাধ্যমে একক দিনে সর্বোচ্চ বিক্রির রেকর্ডও করেছে।
এপেক্স তার অনন্য ডিজাইন ও উচ্চমানের কাঁচামালের মাধ্যমে বাজারে জায়গা করে নিয়েছে, যা গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে। বর্তমানে, এপেক্স বাংলাদেশের বৃহত্তম জুতা ব্র্যান্ড হিসেবে পুরো দেশজুড়ে বিস্তৃত এবং প্রায় ১৩০০ জন সেলস কর্মী দিয়ে রিটেইল স্টোরে গ্রাহকসেবা প্রদান ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করছে। ক্রমাগত পরিবর্তিত গ্রাহক চাহিদার প্রতি সচেতন থেকে, এপেক্স ট্রেন্ডসেটিং ও ফ্যাশনেবল জুতা ডিজাইন করেছে। গত ইদে শুধুমাত্র ডিজাইন ল্যাব থেকে ২৫০০টিরও বেশি নতুন ডিজাইনেই জুতা তৈরি করা হয়েছে।
এপেক্স-এর যাত্রার শুরু থেকেই কোম্পানিটি বিভিন্ন পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা ক্ষতিকর বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহৃত প্লাস্টিক বোতল ব্যবহার, গ্রীন এনার্জি উৎপাদন, বৃষ্টির পানি সংগ্রহ, কার্বন নির্গমন হ্রাস, কার্যকর সম্পদ ব্যবস্থাপনা কৌশল বাস্তবায়নসহ বিভিন্ন পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে। নিয়ন্ত্রিত বা বাধ্যতামূলক না থাকা সত্ত্বেও তাদের ফ্যাক্টরিতে, এপেক্স ১০০% শ্রম আইন মেনে চলে এবং চিকিৎসা সুবিধা, ডে-কেয়ার সেন্টার, স্বাস্থ্য বীমা, অগ্নি-নিয়ন্ত্রক সেবা ইত্যাদি প্রতিষ্ঠা করেছে যা ফ্যাক্টরিকর্মী তথা দেশবাসীর উপর ইতিবাচক প্রভাব বিস্তার করছে।
এপেক্স ফুটওয়্যার লিঃ পঞ্চমবারের মতো বেস্ট ব্র্যান্ড আওয়ার্ড পেয়ে তাদের গ্রাহকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। প্রতিটি পদক্ষেপে, এপেক্স সেরা গুণমান এবং স্থায়িত্ব নিশ্চিত করার জন্য কাজ করে আসছে। ভবিষ্যতেও এই প্রতিশ্রুতি অটুট রেখে দেশবাসীকে গুনগত ও স্টাইলিশ ফুটওয়্যার দিতে তারা সংকল্পবদ্ধ।