বৃহস্পতিবার (১২ জানুয়ারি) নির্বাহী আদেশে দাম বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়, যা গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর করা হবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-র কারিগরি মূল্যায়ন কমিটি খুচরা বিদ্যুতের দাম ১৫.৪৩ শতাংশ বৃদ্ধির সুপারিশ করার পর সরকার এই সিদ্ধান্তের কথা জানাল।
জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি গত ৮ জানুয়ারি গ্রাহক পর্যায়ে দাম বাড়াতে গণশুনানি করলেও এবার দাম বাড়ানো হয়েছে সরকারের নির্বাহী আদেশে।
পাইকারিতে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার এক মাসের মধ্যে খুচরায় গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর ঘোষণা এল।
প্রসঙ্গত, সরকার বিদ্যুতের পাইকারি দাম ২০ শতাংশ বাড়ানোর দুই মাসেরও কম সময়ের মধ্যে ভোক্তাপর্যায়েও দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নিল।