বৈদ্যুতিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে বিওয়াইডি। গাড়িটি ইতোমধ্য দেশে বাজারে এলেও রবিবার (২০ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে ছয়জন গ্রাহকের কাছে ‘সিলায়ন ৬’ হস্তান্তর করেছে বিওয়াইডি বাংলাদেশ। এদিন বিকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিওয়াইডি বাংলাদেশ সার্ভিস সেন্টারে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে গ্রাহকদের কাছে গাড়িগুলোর চাবি তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং বিওয়াইডি’র সাউথ এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেলস ভাইস প্রেসিডেন্ট ঝ্যাং জি উপস্থিত ছিলেন। তারা নতুন গ্রাহকদের অভিনন্দন জানান এবং বাংলাদেশে পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর যানবাহনের প্রসারে বিওয়াইডি’র প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠান শুরু হয় বিওয়াইডি শোরুমে গ্রাহক এবং তাদের পরিবারের সদস্যদের স্বাগত জানানোর মাধ্যমে। এরপর একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশনে সিলায়ন সিক্স মডেলটির আধুনিক ফিচার ও পারফরম্যান্স তুলে ধরা হয়। পরে বিওয়াইডি সার্ভিস সেন্টারে আয়োজিত মূল অনুষ্ঠানে গ্রাহকদের হাতে আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি তুলে দেয়া হয়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে বাজারে আসে বিওয়াইডি সিলায়ন সিক্স। ১০০০ কিলোমিটারের বেশি রেঞ্জের প্লাগ–ইন হাইব্রিড প্রযুক্তির এই গাড়িটি ইতোমধ্যে দেশের পরিবেশসচেতন গাড়ি ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সাশ্রয়ী, টেকসই এবং শক্তিশালী প্রযুক্তির সমন্বয়ে তৈরি সিলায়ন সিক্স খুব অল্প সময়েই পিএইচইভি ক্রেতাদের প্রথম পছন্দে পরিণত হয়েছে।