সোমবার, নভেম্বর ৩, ২০২৫
সোমবার, নভেম্বর ৩, ২০২৫

‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ এ প্রতিবেদন জমার হটলাইন চালু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশচীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশি সাংবাদিকদের চীন বিষয়ক প্রতিবেদনের স্বীকৃতি হিসেবে আয়োজিত ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ এ প্রতিবেদন জমা দেয়া সংক্রান্ত যেকোনো প্রয়োজনে হটলাইন চালু করেছে বাংলাদেশচায়না আপন মিডিয়া ক্লাব, ঢাকা অফিস। নম্বরটি হলো: +880-1992022853

নতুন ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ১৫ নভেম্বর পর্যন্ত প্রতিবেদন জমা দেয়া যাবে।

২০২৪ সালের ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও কনটেন্ট এই প্রতিযোগিতায় গ্রহণযোগ্য হবে।

এই আয়োজনে বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব, বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশি সিনেজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ এবং অনলাইন এডিটরস অ্যালায়েন্স যৌথভাবে কাজ করবে।

চীনা দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে সহআয়োজক হিসেবে আছে চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ, ওভারসিজ চায়নিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এবং আপন মৈত্রী বিনিময় কেন্দ্র।

পুরস্কারের বিভাগ

সাধারণ সংবাদ

অর্থনীতি ও প্রযুক্তি

সংস্কৃতি ও খেলাধুলা

ভিজ্যুয়াল

মিডিয়া ইনোভেশন

পুরস্কার

প্রথম পুরস্কার: ,০০,০০০ টাকা ও সনদ

দ্বিতীয় পুরস্কার: দুইজনকে ৫০,০০০ টাকা করে ও সনদ

তৃতীয় পুরস্কার: তিনজনকে ৩০,০০০ টাকা করে ও সনদ

জমাদান পদ্ধতি

আয়োজক সংগঠনের সদস্যরা নিজ নিজ সংগঠনের মাধ্যমে প্রতিবেদন জমা দেবেন।

সংগঠনবহির্ভূত সাংবাদিকরা সরাসরি ইমেইলে পাঠাতে পারবেন: secretariat@aponmc.com

বিস্তারিত তথ্যের লিংক: https://bangla.cgtn.com/2025/09/30/ARTI1759234653618507

হটলাইন (বাংলাদেশ –চায়না আপন মিডিয়া ক্লাব, ঢাকা অফিস): +8801992022853

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More