ফুলে ফুলে ছেয়ে গেছে সাভারের বিরুলিয়া। এটি গোলাপ গ্রাম হিসেবেই বেশি পরিচিত। বিশ্ব ভালবাসা দিবস, পয়লা ফাগুন ও মাতৃভাষা দিবস সামনে রেখে, ব্যস্ত সময় পার করছেন চাষিরা।
বিস্তীর্ণ এলাকাজুড়ে ফুটে আছে অসংখ্য ফুল। এটি সাভারের গোলাপ গ্রাম। প্রায় ৩শ হেক্টর জমিতে সারা বছর বাণিজ্যিকভাবে চাষ হয় বিভিন্ন রকম ফুল। সবচেয়ে বেশি চাষ হয় গোলাপ। এ ছাড়া রয়েছে বিদেশি জারবেরা, মাম, জিপসি ও গ্লাডিওলাস।
রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ ফুলের সৌন্দর্য দেখতে জড়ো হন এই গ্রামে।
ভালবাসা দিবস, পয়লা ফাগুন ও মাতৃভাষা দিবস উপলক্ষ্যে, এবার প্রত্যাশামতো বিক্রির আশা করছেন সংশ্লিষ্টরা। প্রায় প্রতিদিনই সকাল-সন্ধ্যা দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে সাভারের এই গোলাপ গ্রাম।