উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দেশে ঈদের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের ঐতিহাসিক গোর–এ–শহীদ বড় ময়দানে।
সোমবার (৩১ মার্চ) সকাল ৯টায় প্রায় লাখো মুসল্লির অংশগ্রহণে প্রথম ঈদ নামাজ অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান।
২৩ একর জমি নিয়ে বিস্তৃত গোর–এ–শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের জন্য দিনাজপুর সদর উপজেলা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের কয়েকটি জেলার মুসল্লিরা অংশ নেন। লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদ জামাত রূপ নেয় মিলনমেলায়।
গোর–এ–শহীদ ময়দানের ইমাম মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, আল্লাহ তালার রহমতে দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠে মুসল্লির সুন্দরভাবে নামাজ আদয়া করতে পেরেছে। আমারা নামাজ শেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া করেছি।
জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পেরে খুব ভালো লাগছে। আমরা আগে থেকেই সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছি।আইনশৃঙ্খলা বাহিনীর কঠর নজরদারি ছিলো। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ।
উল্লেখ্য, ১৯৪৭ সালে দেশ ভাগের পর থেকে গোর–এ–শহীদ বড় ময়দান মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। তবে বৃহত্তর আকারে ২০১৭ সাল থেকে প্রতি বছর এখনে নামাজ আদায় করেন দিনাজপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলা উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা।
এসএ