গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসার তালা লাগানোর হ্যাসবোল্ট কেটে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার চুরির খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরির্দশন ও সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধিদের সনাক্ত করার চেষ্ঠা করছে। সোমবার ( ১৭ এপ্রিল) বেলা দেড়টার দিকে শহরের মতিঝিল সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।
বাসার মালিক এ্যাডভোকেট ভবেশ চন্দ্র সরকার বলেন, মনোরঞ্জন সরকার নামের এক ব্যক্তি এক দেড় বছর ধরে তার বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। আজ বেলা দেড়টার দিকে বাসায় কেউ না থাকার সুযোগে ৩ জন দুবৃর্ত্ত বাসার তালার হ্যাসবোল্ড কেটে ঘরে প্রবেশ করে। এরপর ওয়ারড্রপ থেকে স্বর্ণালংকার নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে বাসায় এসে তারা চুরি হওয়ার বিষয়টি জানান। চুরি হওয়া স্বর্ণালংকারের পরিমান প্রায় ১২ ভড়ি।
ভুক্তভোগী মনোরঞ্জন জানান, চুরি যাওয়া স্বর্ণালংকারের পরিমান প্রায় ২০ ভড়ি।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বুলবুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চুরির ব্যাপারে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। চোরেরা শুধুমাত্র স্বর্ণালংকার নিয়ে গেলেও অন্য কোন জিনিস চুরি করেনি। তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
আল/দীপ্ত সংবাদ