ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী মনোনীত করেছে দলটি। তালিকায় দেখা গেছে, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্গ খ্যাত গোপালগঞ্জের তিনটি আসনেই প্রার্থী দিয়েছে বিএনপি। বেশিরভাগ জেলায় জোটসঙ্গী ও পরবর্তী বিবেচনার জন্য আসন খালি রাখলেও এই জেলায় সেটি করা হয়নি।
এর মধ্যে গোপালগঞ্জ–১ (মুকসুদপুর ও কাশিয়ানির কয়েকটি ইউনিয়ন) আসনে সেলিমুজ্জামান মোল্লাকে মনোনয়ন দিয়েছে দলটি। গোপালগঞ্জ–২ (সদর ও কাশিয়ানির কয়েকটি ইউনিয়ন) আসনে এ কে এম বাবর আলীকে দলের প্রার্থী হিসেবে বাছাই করেছে বিএনপি। গোপালগঞ্জ–৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনে এস এম জিলানীকে মনোনয়ন দিয়েছে দলটি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এই ঘোষণার পরে গোপালগঞ্জ জেলায় ব্যাপক আলোচনা সমালোচনা লক্ষ্য করা গেছে। বিশেষ করে গোপালগঞ্জ ২ আসনে পরপর তিনবার সংসদ প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন সিরাজুল ইসলাম সিরাজ অন্যদিকে বিএনপির সাবেক এমপি এবং দুইবার দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন এম এইচ খান মঞ্জু। হেভি ওয়েট প্রার্থীদের বাদ দিয়ে নতুন মুখ বিএনপির মনোনয়ন পাওয়ায় ক্ষুব্ধ গোপালগঞ্জ ২ এর বিএনপির সমর্থিত নেতাকর্মী গণ।
হোসাইন ইমাম/এজে/দীপ্ত সংবাদ