গোপালগঞ্জে গভীর রাতে সাবেক আইজিপি বেনজীর আহমেদের রিসোর্ট থেকে মূল্যবান সম্পদে সরিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ভয় দেখিয়ে নামমাত্র মূল্যে এই রিসোর্টের জন্য জমি কেনার অভিযোগ করেছেন স্থানীয়রা। কিছু ফসলি জমি না কিনেই দখল করার অভিযোগ করেছেন কয়েকজন কৃষক।
গোপালগঞ্জ সদরের সাহাপুর ইউনিয়নের বৈরাগীরটোল এলাকা। বিলবেষ্ঠিত গ্রামটিতে বসবাস করেন হিন্দু সম্প্রদায়ের ৩০টি পরিবার।
বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত নাম সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ এই প্রত্যন্ত গ্রামের বিলের কয়েকশো বিঘা জমি মামলা–হামলার ভয় দেখিয়ে তার কাছে বিক্রি করতে বাধ্য করেন জমির মালিকদের। সেখানে গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচারাল পার্ক এবং পারিবারিক দুগ্ধ খামার ।
ড্রোন ক্যামেরা দিয়ে দেখে যতদুর পছন্দ হয় বিলের জমি দখল করে নেন বেনজীর। না কিনেও তিনি দখল করে রেখেছেন কৃষকের ফসলি জমি। দেদারসে উত্তোলন করা হয়েছে বালু।
বেনজীরের ক্ষমতার অপব্যবহার শুধু সাধারণ মানুষের উপরই নয়, পড়েছে সরকারি সড়কেও। গ্রামের মধ্যে দিয়ে যাওয়া পাকা পিচঢালা রাস্তা অবৈধ ভাবে দখল করে রেখেছেন তিনি। চলাচল করতে দেওয়া হয় না গ্রামবাসীদের।
বেনজীরের সম্পত্তি জব্দের আদেশের পর থেকেই প্রতি রাতে গাড়ি ভর্তি সিন্দুক ও মূল্যবান মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে স্থানীয় প্রশাসনের কোন তৎপরতা দেখা যায়নি।
আল/ দীপ্ত সংবাদ