গোপালগঞ্জে মাদকাসক্ত ছেলের বটির কোপে ইসমাইল কাজী (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৩ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের কাজীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক ওবায়েদুর রহমান এ বিষয়ে নিশ্চিত করেছেন। নিহত ইসমাইল কাজী ওই গ্রামের তাইজেল কাজীর ছেলে।
নিহতের পুত্রবধু ময়না বেগম বলেন, আমার শশুর এ বছর তার জমিতে আখ চাষ করেন। প্রতি হাটে আখ বিক্রি করে কিছু টাকা জমা করেন।
নেশার টাকা জোগাতে ওই টাকা নেয়ার জন্য আমার শশুরকে প্রতিদিন চাপ দিতো আমার দেবর আলিম কাজি (২৫) । এ বিষয় নিয়ে শশুরের সাথে প্রায়ই ঝগড়া করে আলিম কাজী ।
মাঝে মধ্যে আমার শশুরকে মারধরও করতো সে। কারণ সারাক্ষণই নেশায় আসক্ত থাকতো। তাকে এই পথ থেকে ফেরানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু কোন লাভ হয়নি।
আজ সকালে আলীম কাজী ধারালো বটি দিয়ে পিছন থেকে তার পিতা ইসমাইল কাজীর ঘাড়ে কোপ দিয়ে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন আমার শশুরকে হাসপাতালে নিয়ে যায়।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক ওবায়েদুর রহমান জানান, মানিকহার হাটে বিক্রির জন্য সকালে আখ পরিষ্কার করছিলেন বাবা ইসমাইল কাজী। আলিম তার ঘর থেকে বের হয়ে কাউকে কিছু না বলে বাবা ইসমাইলের গলায় বটি দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০–শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ছেলে আলীম কাজীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
এফএম/দীপ্ত সংবাদ