পুরান ঢাকার গেন্ডারিয়ায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘পঞ্চদশ শীতকালীন শিক্ষা সমাবেশ ২০২৬’। গেন্ডারিয়া কিশলয় কচি–কাঁচার মেলার উদ্যোগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে কিশলয় আঙিনায় এই তিন দিনব্যাপী সমাবেশের উদ্বোধন করা হয়।
সকাল ৭টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি ঢাকা জেলা পুলিশ লাইন্সের আরআরএফ কমান্ড্যান্ট রুবিনা আক্তার।
এই আয়োজন লক্ষ্য হলো– ৪ থেকে ১৮ বছর বয়সী শিশুদের প্রতিভা বিকাশ, শৃঙ্খলা এবং দলীয় কাজের শিক্ষা প্রদান।
এবারের সমাবেশে শিশুদের দুটি দলে ভাগ করা হয়েছে। দল দুটির নামকরণ করা হয়েছে বরেণ্য বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু ও বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসুর নামে।
আজ প্রথম দিনে ছড়া গান, আবৃত্তি, লোকগীতি ও বিভিন্ন খেলার আয়োজন রয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সমাবেশের দ্বিতীয় দিনে কুচকাওয়াজ, চিত্রাঙ্কন ও গল্প বলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএমপির ওয়ারী বিভাগের এডিসি আরফাতুল হাসান। এছাড়া সন্ধ্যায় সমাবেশের বিশেষ আকর্ষণ ‘মজলিশ’ অনুষ্ঠিত হবে।
শনিবার (১০ জানুয়ারি) সমাপনী দিনে সাধারণ ও লোকনৃত্য এবং দলীয় অভিনয় প্রদর্শিত হবে। শেষ দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন শিশু সাহিত্যিক কাইজার চৌধুরী এবং এভারকেয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. আরিফ মাহমুদ।
এবারের সমাবেশে ‘সমাবেশ অধ্যক্ষ’ হিসেবে ড. সৈয়দ হাসান আবদুল্লাহ এবং ‘সমাবেশ সচিব’ হিসেবে এহতেশাম খান সিদ্দিকী দায়িত্ব পালন করছেন।