সিরাজগঞ্জের তাড়াশে মাদক তল্লাশির নামে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠায় সহকারী উপ–পরিদর্শক (এএসআই) সন্তোষ কুমারকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সেই সাথে বিষয়টি অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল)কে তদন্ত করতে বলা হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে এক আদেশে পুলিশ সুপার ঐ এএসআইকে পুলিশ লাইনে ক্লোজড করেন।
আর গৃহবধূর শ্লীলতাহানির বিষয়ে অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত সূত্রধরকে তদন্ত করতে বলা হয়েছে। এ তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
আরও পড়ুন: পুলিশের উপর বোমা হামলায় ৮ জেএমবি সদস্যের সাজা
এর আগে গত মঙ্গলবার ( ১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে অভিযুক্ত এএসআই সন্তোষ কুমার মাদক তল্লাশির নামে তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের গুড়পিপুল যশাইপাড়া গ্রামের এক গৃহবধূর ঘরে প্রবেশ করে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ ঘটনায় এক ভিডিও বার্তায় বিচার দাবি করেন ওই গৃহবধূ। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে বিষয়টি পুলিশ সুপারের নজরে আসে। সংবাদটি আমলে নিয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল অতিরিক্ত পুলিশ সুপার উল্লাপাড়া সার্কেলকে বিষয়টি সরেজমিন তদন্তের নির্দেশ দিয়েছেন।
সিরাজুল / আল / দীপ্ত সংবাদ