রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট সংলগ্ন ‘খদ্দর বাজার শপিং কমপ্লেক্স‘ ছাদের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ৬টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের সংবাদও পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ডিউটি অফিসার রোজিনা আকতার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খদ্দর বাজার সুপার কমপ্লেক্সের ৮ তলা ভবনের ছাদের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, বিকেল ৫টা ২৮ মিনেট আগুন লাগার খবর পাই। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট সেখানে রওনা দেয়। গুরুতর হওয়ায় আরও দুইটি ইউনিট সেখানে পাঠানো হয়। পরে আরও ২টি ইউনিট পাঠানো হয়। ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।
রোজিনা আকতার আরও বলেন, গোডাউনে মালামাল থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে সময় লাগে।
এসএ