ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে দেশের শীর্ষস্থানীয় সুগন্ধি ব্র্যান্ড আলিফ আতর কোম্পানি গুলশানে তাদের প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। রাজধানীর গুলশান–২ এর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে এমএমকে আকাশ অ্যাভিনিউ ভবনের নবম তলায় অবস্থিত নতুন এই কার্যালয়ের উদ্বোধন করেন কোম্পানির স্বত্বাধিকারী মাওলানা সাইফুল ইসলাম।
জমকালো আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির হেড অব মার্কেটিং ইব্রাহিম খলিল, বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম, কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এজিএম রাজিব সাহা, খদ্দর বাজার ইসলামিক আইটেম ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা নজরুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে ইব্রাহিম খলিল জানান, গুলশানে প্রধান কার্যালয় আলিফ আতরের স্বপ্নযাত্রায় নতুন অধ্যায়। গ্রাহকের কাছে আরও দ্রুত ও ঘনিষ্ঠভাবে পৌঁছানোর পাশাপাশি মৌসুম ও উপলক্ষ অনুযায়ী সঠিক সুগন্ধি ব্যবহারে গ্রাহককে সচেতন করাই তাদের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে ইউরোপীয় বাজারেও “মেড ইন বাংলাদেশ” ব্র্যান্ড আলিফ আতরের পারফিউম পৌঁছানোর স্বপ্নের কথাও জানান তিনি।
কোম্পানির গবেষণা ও উন্নয়ন টিম বিশ্বসেরা প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সুগন্ধির মানোন্নয়নে কাজ করছে বলেও উল্লেখ করেন ইব্রাহিম খলিল। তিনি জানান, শিগগিরই এয়ার কেয়ারসহ বিভিন্ন ধরনের টয়লেট্রিজ পণ্য বাজারে আনতে যাচ্ছে আলিফ আতর।
স্বত্বাধিকারী মাওলানা সাইফুল ইসলাম বলেন, “আলিফ আতর শুধু সুগন্ধির ব্যবসা নয়, বরং রাসুল (সা.)-এর সুন্দর সুন্নতের বাস্তবায়নের একটি উদ্যোগ। গুণমান, ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে আমরা সবসময় কাজ করেছি। নতুন প্রধান কার্যালয় আমাদের উন্নয়নের নতুন দিগন্ত।”
তিনি আরও জানান, ১২০ বিঘা জমিতে বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে আলিফ আতর। এর মধ্যে ৫০ বিঘায় ইউরোপীয় প্রযুক্তিনির্ভর অটোমেশন কারখানা, ২০ বিঘায় মসজিদ–মাদরাসা কমপ্লেক্স এবং বাকি ৫০ বিঘায় কর্মীদের আবাসন নির্মাণের পরিকল্পনা রয়েছে। দীর্ঘমেয়াদে কেমিক্যাল ও পারফিউম বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির জন্য একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্নও রয়েছে তাদের।
নতুন কার্যালয়ে রয়েছে আধুনিক অভ্যন্তরসজ্জা ও সুযোগ–সুবিধায় সমৃদ্ধ দর্শনার্থীদের জন্য বিশেষ এক্সপেরিয়েন্স জোন, আকর্ষণীয় রিসেপশন, আধুনিক ওয়ার্কস্টেশন ও প্রযুক্তিসম্পন্ন কনফারেন্স রুম।
যোগাযোগের ঠিকানা: support@alifattar.com ও www.alifattar.com