সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কের ২/এ হোল্ডিংয়ের ওই বহুতল ভবনে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ শুরু করে। পরে সবশেষ ১৯টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
এদিকে আগুনের ঘটনায় এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে আরও ৬ জনকে।
ভবনের ভেতর থেকে অনেককে বাঁচার আকুতি জানাতে দেখা গেছে। লাফিয়ে পড়েছেন অনেকে। অনেকে আবার ছাদে গিয়ে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন নিচে দাঁড়িয়ে থাকা স্বজনরা।
এদিকে আগুনের ঘটনায় ভবন থেকে লাফ দিয়ে নিচে পড়ে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
লাফিয়ে পড়া আরও কয়েকজনকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। ভবনের অনেক বাসিন্দা ছাদে গিয়ে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।
আগুনের ঘটনায় উদ্ধার অভিযানে যোগ দিয়েছে বিমানবাহিনীর একটি দল। হাতির ঝিল থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস।