গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরাম প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন।
শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
গণফোরাম সাধারণ সম্পাদক মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৮৮ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক ও বিশিষ্ট আইনজীবী বর্তমানে ফুসফুসের জটিলতায় ভুগছেন। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য, ড. কামাল হোসেন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ। তিনি ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন।
এসএ