সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা দলটির নেতা–কর্মীদের বাসায় হামলা চালিয়েছে। সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হোসেন পাপন এবং সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাড়িতে দিয়েছে আগুন। একই সময় গুজব ছড়ায় বাংলাদেশ দলের উইকেটরক্ষক–ব্যাটার লিটন দাসের বাসায়ও হামলা হয়েছে।
ভারতীয় কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে লিটনের নামে মাশরাফির বাড়ি পোড়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টির তীব্র নিন্দা জানান। বাংলাদেশের মানুষ সম্পর্কে বিরুপ মন্তব্য করেন। যদিও পরে দেশটির অনেক মিডিয়া সত্যটি তুলে ধরে।
এবার মুখ খুললেন খোদ লিটন দাস। আজ (শুক্রবার) দুপুরে নিজের ফেসবুকে এক বার্তায় গুজবে কান না দিতে অনুরোধ করেন লিটন। তিনি বলেন, প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিক কালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোনো সত্যতা নেই। কেউ এইসব গুজবে কান দেবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি।
লিটনের বিশ্বাস, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। সবকিছু ছাড়িয়ে একসঙ্গে সামনে এগিয়ে যাওয়ার আশা তাঁর, ‘আমি বিশ্বাস করি, আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্ম, বর্ণ–নির্বিশেষে যেন একসঙ্গে সামনে এগিয়ে যেতে পারি—সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত।’
আল / দীপ্ত সংবাদ