বিজ্ঞাপন
বুধবার, আগস্ট ২৭, ২০২৫
বুধবার, আগস্ট ২৭, ২০২৫

গুগল ডেটাবেইস হ্যাকড, ঝুঁকিতে ২৫০ কোটি জি-মেইল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গুগল ডেটাবেইস হ্যাকিং ঘটনায় বিশ্বজুড়ে প্রায় ২৫০ কোটি জিমেইল অ্যাকাউন্ট সাইবার ঝুঁকিতে পড়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম ফোর্বস জানিয়েছে, ‘শাইনিহান্টারস’ নামে এক হ্যাকার গ্রুপ গুগল সেলস ফোর্সডেটাবেইস সিস্টেমে অনুপ্রবেশ করে।

টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে জানা যায়, গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের পাসওয়ার্ড বা অতি সংবেদনশীল তথ্য চুরি হয়নি। কিন্তু এই ফাঁস হওয়া ডেটা ব্যবহার করে প্রতারকরা ফিশিং আক্রমণ চালানোর চেষ্টা করছে, যা ব্যবহারকারীদের জন্য বড় হুমকি।

গত জুন মাসে গুগলএর এক কর্মীকে টার্গেট করে বিভ্রান্তিমূলক কৌশল ব্যবহার করে সেলস ফোর্সপ্ল্যাটফর্মে প্রবেশ করে হ্যাকার। এরপর ব্যবসায়িক নথি, প্রতিষ্ঠানের নাম এবং জিমেইল অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য হাতিয়ে নেয়।

এই তথ্য ব্যবহার করে হ্যাকার গুগল কর্মী সেজে ফোনকল ও ভুয়া ইমেইল পাঠাচ্ছে। প্রতারণার মাধ্যমে ব্যবহারকারীদের নিরাপত্তা কোড বা লগইন তথ্য সংগ্রহ করছে। এভাবে অনেকের অ্যাকাউন্ট রিসেট করে পাসওয়ার্ড পরিবর্তন করে দিচ্ছে এবং আসল ব্যবহারকারীকে অ্যাকাউন্ট থেকে বের করে দিচ্ছে।

এছাড়াও হ্যাকার ‘ড্যাঙ্গলিং বাগেটস’ কৌশল ব্যবহার করছে, যেখানে পুরোনো অ্যাকসেস লিঙ্ক বা ফাঁকা স্টোরেজ ব্যবহার করে গুগল ক্লাউডে ম্যালওয়্যার ঢুকিয়ে দিচ্ছে।

যদিও মূলত করপোরেট প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করা হচ্ছে, ব্যক্তিগত ব্যবহারকারীরাও এই ঝুঁকির বাইরে নন।

গুগল ব্যবহারকারীদের সতর্ক করে কয়েকটি নিরাপত্তা ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছে—

# গুগল সিকিউরিটি চেকআপ ব্যবহার করে অ্যাকাউন্ট দুর্বলতা পরীক্ষা করুন।

# অ্যাডভান্সড প্রোটেকশন প্রোগ্রাম চালু করুন, যা ক্ষতিকর ফাইল ও তৃতীয় পক্ষের অ্যাপ অ্যাকসেস ঠেকায়।

# পাসওয়ার্ড পরিবর্তে পাসকি ব্যবহার করুন, যা ফিশিং প্রতিরোধে আরও কার্যকর।

# সবচেয়ে জরুরি বিষয় হলো সচেতন থাকা। সন্দেহজনক ফোনকল বা ইমেইলে কারও কাছে কখনো ব্যক্তিগত তথ্য বা পাসওয়ার্ড দেবেন না।

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More