মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫

গিনেস বুকে নাম লেখাল স্বর্ণের পোশাক ‘দুবাই ড্রেস’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্বের সবচেয়ে ভারী স্বর্ণের পোশাক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আল রোমাইজান গোল্ড অ্যান্ড জুয়েলারি কোম্পানির তৈরি স্বর্ণের পোশাক ‘দুবাই ড্রেস’। ১০ দশমিক ০৮১২ কিলোগ্রাম ওজনের এই পোশাকটির বাজারমূল্য প্রায় ৪৬ লাখ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকা।

শারজাহ এক্সপো সেন্টারে আয়োজিত মধ্যপ্রাচ্যের ৫৬তম ঘড়ি ও গহনার প্রদর্শনীতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোম্পানিটিকে এই সম্মাননা প্রদান করা হয়।

দুবাই ড্রেস’ তৈরি হয়েছে চারটি অংশেএকটি স্বর্ণের মুকুট (৩৯৮ গ্রাম), নেকলেস (,৮১০.৬০ গ্রাম), কানের দুল (১৩৪.১ গ্রাম) ও হেয়ার পিস (৭৩৮.৫ গ্রাম) নিয়ে। পুরো পোশাকটি ২১ ক্যারেট খাঁটি স্বর্ণে নির্মিত।

কোম্পানির ডিজাইনাররা আমিরাতের ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়ে পোশাকটি তৈরি করেছে। এতে স্বর্ণের জটিল নকশা ও রঙিন রত্নখচিত অলঙ্করণে ফুটে উঠেছে ঐতিহ্য আর আধুনিকতার চমৎকার সংমিশ্রণ।

আল রোমাইজানের আঞ্চলিক উপব্যবস্থাপক মোহসেন আল ধাইবানি বলেন, এটি কেবল গহনার কাজ নয়, বরং আমিরাতের সৃজনশীলতার প্রতীক।আর এই অর্জন দুবাইকে স্বর্ণ ও গহনার বৈশ্বিক কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।

সূত্র: গালফ নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More