২.৪৭ সেকেন্ডে পাঁচটি রাবার (ইরেজার) একটির ওপরে আরেকটি ফেলে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন জগ্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম অংকন।
এর আগে মালয়েশিয়ান এক নাগরিক ৩.৬৪ সেকেন্ডে রেকর্ডটি গড়েছিলেন।
ঠাকুরগাঁও জেলার শহরস্থ শাহপাড়ার বাসিন্দা ইকবাল হোসেন ও জাহেদা বেগম দম্পত্যির বড় সন্তান জাহিদুল ইসলাম অংকন।
২০২০ সাল থেকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লেখাতে চেষ্টায় পাঁচবার ব্যার্থ হয়েও হার মানেনি অর্পণ। গত ১৭ মে রেকর্ডের বিষয়ে মেইল করলে ২৩ আগস্ট ফিরতি বার্তায় অংকনকে বিষয়টি নিশ্চিত করে গিনেস বুক।
অংকনের বাবা ইকবাল হোসেন বলেন, বাহিরে থেকে কল করে সবাই অভিনন্দন জানাচ্ছে। বাবা মায়ের কাছে সন্তানের সাফল্যটেই নিজের সাফল্য।
অংকন বলেন, ছোট থেকেই আমার নতুন প্রোডাক্টিভ কিছু করার ইচ্ছা। করোনাকালে ঘরে বসে প্রচুর সময় নষ্ট হচ্ছিল। হঠাৎ করে একদিন গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের চিন্তা মাথায় এল। এরপর থেকে এটা নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করলাম।
অংকনের এই অর্জনে বন্ধু– বান্ধব, আত্নীয়–স্বজন, প্রতিবেশিসহ গর্বিত পুরো ঠাকুরগাঁওয়ের মানুষ। গিনেস বুক অব ওয়ার্ল্ডে নিজের সন্তানের নাম আসায় বেশ খুশি অংকনের পরিবার।
ধৈর্যশীলতা ও পরিশ্রমেই তার সফলতা এনে দিয়েছে বলে জানান অর্পনের পরিবার। তার এই অর্জন দেশের অন্যান্য ছেলেমেয়েদের অনুপ্রাণিত করবে বলে মনেকরছেন সংশ্লিষ্টরা।
এর আগে ঠাকুরগাওয়ে মথুরাপুর গ্রামের রাসেল স্পিনিং এ একাধিকবার গিনিস বুকে নাম লিখিয়েছে। অংকন জেলার ২য় গিনেসরেকর্ড অধিকারী হিসেবে নাম লেখায় গর্বিত জেলার সর্বস্তরের মানুষ।
এসএ/দীপ্ত নিউজ