চট্টগ্রাম সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় ৪০ টন ওজনের একটি কনটেইনারবাহী লরি উল্টে প্রাইভেটকারকে চাপা দেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান গাড়ির ভেতরে থাকা পাঁচ আরোহী।
দুর্ঘটনার প্রায় আধা ঘণ্টা পরে একই পরিবারের ৪ সদস্য ও চালককে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, সকালে কনটেইনারবাহী লরিটি সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে লরিতে থাকা মালবাহী কনটেইনার ছিটকে পড়ে পাশের গাড়ির ওপর। এতে গাড়ির ভেতরে চাপাপড়া যাত্রীরা আর্তনাদ করতে থাকেন। প্রায় ৪০ মিনিট পর হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে লরিটি সরিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করেন।
বারআউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক উজ্জ্বল ঘোষ বলেন, লরিটি কেডিএস কোম্পানির মালামাল বহন করছিল। যেভাবে দুর্ঘটনা ঘটেছে, তাতে কেউ বাঁচার কথা নয়। যাত্রীদের ভাগ্য ভালো।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুর্ঘটনার ছবি ছড়িয়ে পড়েছে।
এসএ/দীপ্ত নিউজ