গাড়ল জাতের ভেড়ার পাশাপাশি গরু-ছাগল, হাঁস-মুরগী পালন কোরে সফল নওগাঁর রাণীনগরের এক উদ্যোক্তা। লাভজনক হওয়ায় এমন সমন্বিত খামারের দিকে ঝুঁকছেন অনেকে।
ভেড়ার একটি উন্নত জাত ‘গাড়ল’। এই প্রজাতির ভেড়া আকারে বড়। মাংসের পরিমাণ দ্বিগুণ, লাভও বেশি। নওগাঁর রাণীনগর উপজেলায় গাড়লের এই খামার গড়ে তুলেছেন আব্দুল মান্নান। পাশাপাশি আছে ফ্রিজিয়ান, বাহমা জাতের গরু, বিভিন্ন জাতের ছাগল ও দেশী হাঁস-মুরগী। মাছসহ সবজি ও ফলের চাষও হচ্ছে এই খামারে।
২০১৭ সালে ১৭ বিঘা জমিতে গড়ে তোলা এই খামারে গরু আছে ৪২টি আর ছাগল ৩৫টি। এখানে উৎপাদিত দুধ দিয়ে নিজের পাশাপাশি স্থানীয়দের চাহিদাও পূরণ হচ্ছে। তরুণদের সমন্বিত খামার করতে প্রশিক্ষণ দিচ্ছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।
দেশজুড়ে এমন সমন্বিত খামার করা গেলে কাজের সুযোগ বাড়বে বেকারদের। পাশাপাশি আরও গতি আসবে অর্থনীতিতে।