গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৫ দিনের প্রচার শেষ হচ্ছে আজ। মঙ্গলবার (২৩ মে) মধ্যরাত থেকে শেষ হবে প্রচারণার সময়কাল।
মেয়র পদে আট প্রার্থী লড়লেও বেশি আলোচনায় নৌকা প্রতীকের আজমত উল্লা খান ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। গতকাল এই সিটি নির্বাচন প্রসঙ্গে আলোচনায় ছিল নির্বাচন পর্যবেক্ষণ ও সেনাবাহিনী মোতায়েনের জন্য নির্বাচন কমিশন ও সরকারকে চাপ সৃষ্টির অনুরোধ জানিয়ে কয়েকটি দেশের রাষ্ট্রদূতকে লেখা জায়েদা খাতুনের চিঠির বিষয়টি।
জায়েদার হয়ে তাঁর আইনজীবী গত রবিবার বিকেলে চীন, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরবসহ আরো কয়েকটি দেশের রাষ্ট্রদূতকে ওই চিঠি পৌঁছে দেন।
এ বিষয়ে গতকাল জায়েদা খাতুনের ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার মা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। কিন্তু আমরা এ ধরনের পরিবেশ দেখতে পাচ্ছি না। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের দাবি বাস্তবায়নে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানানোর জন্য কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে ওই চিঠি দেয়া হয়েছে।’
বিষয়টি সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে ঢাকা বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, ‘জাহাঙ্গীর আসলে বিএনপির পথ ধরেছে।
সে লন্ডনে তারেক রহমানের সঙ্গে আলাপ করে এসে নির্বাচনে নেমেছে। সে চাইছে যেকোনোভাবে নির্বাচন বিতর্কিত করতে। ভোট চাইতে মানুষের কাছে না গিয়ে দূতাবাসগুলোতে ধরনা দিচ্ছে। কোনো দূতাবাস তো নির্বাচনে হস্তক্ষেপ করতে পারবে না। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন এমনিতেই শতভাগ সুষ্ঠু হবে।
’নির্বাচন কমিশনার মো. আলমগীরও গতকাল সাংবাদিকদের বলেন, উপমহাদেশে যত ভোট হয়, সেসব ভোটের চেয়ে গাজীপুরের ভোট সর্বশ্রেষ্ঠ হবে।
এফএম/দীপ্ত নিউজ