গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির সাবেক সচিব এমএম নিয়াজ উদ্দিন, গণফ্রন্টের আতিকুল ইসলাম আতিক,স্বতন্ত্র প্রার্থী হিসেবে মামুন মন্ডল।
বুধবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কর্মী সমর্থকদের নিয়ে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা।
এসময় রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম মনোনয়নপত্র গ্রহণ করে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।
নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে মেয়র পদপ্রার্থী এম এম নিয়াজ উদ্দিন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে তিনি আশাবাদী।
এদিকে, সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। এছাড়া বিভিন্ন কাউন্সিলর প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিচ্ছেন।
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ এপ্রিল) পর্যন্ত মেয়র পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩২৪ এবং নারী কাউন্সিলর পদে ৮৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন । এদের মধ্যে ৭৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এখন পর্যন্ত মেয়র পদে আওয়ামী লীগের অ্যাডভোকেট আজমত উল্লাহ, জাতীয় পার্টির এমএম নিয়াজ উদ্দিন, ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান, মামুন মন্ডল, আতিকুল ইসলাম আতিক, জাকের পার্টির রাজু আহমেদসহ ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তফসিল আনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন।
আগামী ৩০ এপ্রিল মনোনয়ন পত্র যাচাই বাছাই, প্রার্থীতা প্রত্যাহার ৮মে এবং প্রতীক বরাদ্দ হবে ৯ মে। ইভিএমের মাধ্যমে ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন।
এমি/দীপ্ত