গত কয়েক বছরর তুলনায় এবার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কর গাজীপুর অংশের পরিস্থিতি অনেকটাই ভালো রয়েছে। যদিও বুধবার (১৯ এপ্রিল) সকাল থেকেই মহাসড়কের চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নানা শ্রেণী পেশার ঘরমুখো মানুষের ভিড় রয়েছে এবং যানবাহনেরও চাপও রয়েছে অনেক বেশি।
মহাসড়কের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস মোড়, বোর্ড বাজার, স্টেশন রোডসহ গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে অতিরিক্ত সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েন করে বিশেষ দায়িত্ব পালন করছে। অতিরিক্ত সংখ্যক যাত্রীর তুলনায় কোনো কোনো রোডের যানবাহন কম রয়েছে। তাই নির্ধারিত গন্তব্যে যেতে অনেকেরই দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। আর এই সুযোগে একটু বেশি ভাড়া নেয়ার চেষ্টা করছে।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশর উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, এবারের ঈদ যাত্রায় এই মহাসড়কের যানবাহন পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিকভাবে ৩০০ ট্রাফিক পুলিশর পাশাপাশি এপিপিএন সদস্য ও রোভার স্কাউট মোতায়েন রয়েছে। এছাড়া কোথাও ভাড়া বেশি নেয়ার খবর পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
যূথী/দীপ্ত সংবাদ