গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করা শ্রমিকরা অবস্থান প্রত্যাহার করেছেন। ফলে ঢাকা–ময়মনসিংহ ও ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। একইদিন কালিয়াকৈরের মৌচাক এলাকায় গ্লোবাস কারখানার শ্রমিকরাও আন্দোলনে নামেন। তাদের অভিযোগ, বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ না করায় তারা আন্দোলনে নেমেছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, সকাল থেকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে শ্রমিকদের সঙ্গে আলোচনা করা হয় এবং তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়া হয়।
শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলেও কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন এবং দাবি আদায়ের জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার অপেক্ষায় রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।