ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ভোগড়া এলাকায় বাসচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা তিনটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। এর ফলে আতঙ্কে কিছু সময়ের জন্য টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল থমকে যায়।
বুধবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে ভোগড়া কলম্বিয়া গার্মেন্টস সংলগ্ন ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক পারাপারের সময় ঢাকা থেকে আসা বলাকা পরিবহনের একটি বাস ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় তিনি মাথায় আঘাত পান। তাকে হাসপাতালে নেয়ার আগেই মারা যায়। এসময় বিক্ষুব্ধ জনতা বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. (ওসি) জাহাঙ্গীর আলম জানান, কলম্বিয়া এলাকায় একজন যুবক বাসের ধাক্কায় মারা গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, তিনটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় বেশি ক্ষতি হয়েছে। আগে নিহতের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে।