গাজীপুরের চান্দনা এলাকায় টি এন জেড অ্যাপারেল গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা– ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (০৯ নভেম্বর) সকাল ৮টা থেকে গাজীপুরের চান্দনা এলাকায় টি এন জেড পোশাক কারখানা শ্রমিকরা ঢাকা– ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
শ্রমিকরা বলেন, তিন মাসের বকেয়া বেতন কয়েক দফায় সময় দিয়েও কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেনি। তাই যতক্ষণ পর্যন্ত বেতন পরিশোধ না হবে তারা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ রাখবে।
ঢাকা– ময়মনসিংহ মহাসড় যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছে।
জিএমপি ট্রাফিক বিভাগের উপ কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান জানান, শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে ।
আল/ দীপ্ত