বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

গাজীপু‌রে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গীতে জি জে ক্যাপস এন্ড হেডওয়্যার লিমি‌টেড কারখানায় লাগা আগুন প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এ‌সে‌ছে। রবিবার (৭ মে) রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে।

সেনা বা‌হিনীর এক‌টি টিমসহ ফায়ার সা‌র্ভি‌সের ৮‌টি ইউ‌নিটের কর্মীরা রাত সা‌ড়ে ১১টার দি‌কে আগুন নিয়ন্ত্রণে আ‌নে।

ফায়ার সা‌র্ভিস ও স্থানীয়রা জানায়, ওই প্রতিষ্ঠানটিতে ‌রবিবার সকাল থেকে বেতন ভাতা, ওভারটাইমসহ বিভিন্ন ইস্যুতে মালিকপক্ষের সাথে শ্রমিকদের ঝামেলা চলে আসছিল। একপর্যায়ে মালিকপক্ষ শ্রমিকদের মারধর করে। পরে বিকেলের দিকে মালিকপক্ষের সাথে শ্রমিকদের সংঘর্ষ বাধে। এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের উপর আক্রমণ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। এই সময় ঘটনাস্থলে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।

শিল্প পু‌লি‌শের অ‌তি‌রিক্ত মহাপ‌রিদর্শক মাসুদ আহ‌মেদ জানান, ‘বিক্ষুব্ধ শ্রমিকরা প্রতিষ্টানে ইট পাটকেল ছুড়ে ভাংচুর চালালে তাদের নিবৃত্ত করা চেষ্টা করে পুলিশ। একপর্যায়ে তারা পুলিশের উপর হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রবঙ্গ করে দেয়া হয়। আর ৯টার দি‌কে কারখানার পঞ্চম তলার ফ্লোরে হঠাৎ আগুন লাগে। পু‌রো ৫ম ও ৬ষ্ঠ তলার ‌ফ্লো‌রে হুমু‌র্তের ম‌ধ্যে আগুন ছ‌ড়ি‌য়ে প‌ড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উপস্থিত হয়। পরে আগুনের ভয়াবহতা দেখে আরো চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এপর্যা‌য়ে সেনাবা‌হিনীর এক‌টি ইউ‌নিট সহ ফায়ার সা‌র্ভি‌সের মোট ৮ ইউ‌নিট প্রায় আড়াই ঘন্টা পর রাত ১১টার দি‌কে আগুন নিয়ন্ত্রণে আ‌নে।

ঘটনাস্থল গাজীপু‌রের জেলা প্রশাসক ও শিল্পপু‌লি‌শের অ‌তি‌রিক্ত মহাপ‌রিদর্শক মাসুদ আহ‌মেদ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছেন।

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More