গাজীপুরের কোনাবাড়ি জরুন এলাকায় কেয়া গ্রুপের কয়েকটি কারখানায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ দেথা দিয়েছে। সোমবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে সড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা।
এঘটনায় শ্রমিকরা কোনাবাড়ী– কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রমিকরা জানায়, গত দুই মাসের বকেয়া বেতন, গত বছরের ছুটির টাকা এবং ঈদ বোনাসের দাবিতে শ্রমিকরা রবিবার বিকেল থেকে আন্দোলন শুরু করে। সকালে দেয়ার কথা থাকলে, না দেয়ায় সকাল ১০টার দিকে আবারও সড়ক অবরোধ করে রেখেছে তাঁরা। বকেয়া পরিষদের আগ পর্যন্ত আন্দোলন থেকে সরে দাঁড়াবে না বলে জানায় শ্রমিকরা।
জিএমপি কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন জানান, কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের পাওনা পরিষদের চেষ্টা চলছে। পাশাপাশি কমিটির সড়ক থেকে সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টাও চলছে বলে জানান তিনি
আফ/দীপ্ত সংবাদ