গাজীপুরের কোনাবাড়িতে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ।
সোমবার (৯ অক্টোবর) দুপুরে মহানগরের কোনাবাড়ি জরুন এলাকায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বকেয়া বিল পরিশোধ না করায় ও বাসা বাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ থাকার কারণে ওই এলাকার শতাধিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাস গ্যাস চন্দ্রা জোনাল অফিসের ম্যানেজার মাহবুব মোস্তফা জানান, দুপুর থেকে কোনাবাড়ির জরুন এলাকায় অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। প্রায় শতাধিক বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করা হয়েছে।
অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসএ/দীপ্ত নিউজ