গাজীপুরের কালিয়াকৈরে কারখানার সামনে ফুটওভার ব্রীজ নির্মাণের দাবীতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ছাত্রদের সাথে সংঘর্ষকে কেন্দ্র করে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শ্রমিকরা জানায়, দুপুরের খাবার শেষে উপজেলার হরিণহাটি এলাকার স্টারলিং ডিজাইনস লিমিটেড কারখানার শ্রমিকরা কারখানায় কাজে ফিরছিল। কারখানার সামনে নিরাপত্তাকর্মী মহাসড়কে সিগনাল দিয়ে গাড়ী থামিয়ে শ্রমিকদের পারাপার করছিল। এসময় কোনাবাড়ি আরিফ কলেজের শিক্ষার্থীরা সিগনাল অমান্য করায় বাগবিতন্ডা বাদে। ছাত্ররা জন নিরাপত্তা কর্মী ও ২ জন শ্রমিককে মারধর করে।
এঘটনায় ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ফুটওভার ব্রীজ নির্মাণের দাবীতে বিক্ষোভ শুরু করে। এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে এক নারী শ্রমিক সড়ক দুর্ঘটনায় মারা গেলে ৩ মাসের মধ্যে ফুটওভার ব্রীজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্ত ।
শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সড়িয়ে নেয়ার চেস্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু তালেব জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সড়িয়ে নেয়ার চেস্টা চলছে।
আল