সোমবার, নভেম্বর ২৫, ২০২৪
সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

গাজীপু‌রে জামা‌তা‌কে হত‌্যার অ‌ভি‌যো‌গে স্ত্রী ও শ‌শুড়সহ গ্রেপ্তার ৪

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গাজীপুর মহানগরীর পূবাইলের ৪১ নং ওয়ার্ডের সাতানী পাড়া এলাকায় বউকে ঈদ মার্কেট করে না দেওয়ার জেরে স্ত্রী, শালা ও শশুর এর বি‌রু‌দ্ধে জামাতা রবিউল (২৮) কে হত্যার অভিযোগ উঠেছে। এই অভিযোগে শশুর সহ ৪ জনকে আটক করেছে গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশ।

আটকৃতরা হলেন, ভিকটিম রবিউল এর স্ত্রী কারিমা, শশুর আবুল কালাম আজাদ, শালা হুমায়ুন কবির এবং লিটন মিয়া নামে একজন।

অভিযোগ সুত্রে জানা যায় হত্যাকান্ডের শিকার রবিউলের সাথে ইসলামি শরীয়াহ আইনে বিয়ে হয়েছিল শেরপুর জেলার, শ্রীবর্দী থানার বালুঘাট গ্রামের আবুল কালাম আজাদের ২২বয়সী মেয়ে কারিমার। তারা পূবাইল সাতানী পাড়া এলাকায় গফুরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতো।

গত ৮ এপ্রিল, সকালে ভিকটিম রবিউলের সাথে তার স্ত্রী কারিমার ঈদ মার্কেটের বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। পরে ঝগড়াঝাটি করে ভাড়া বাসা ছেড়ে তার পিতার গ্রামের বাড়ীতে চলে যায় করিমা। এরই ধারাবাহিকতায় গত ৪ মে, রাত আনুমানিক ১১ টায় পূবাইল থানাধীন সাতানীপাড়া এলাকায় শশুর আবুল কালাম আজাদের ভাড়াকৃত বাসায় ঈদ মার্কেট না করার পূর্বের জের আবার ভিকটিম রবিউল এর সাথে জগড়ায় লিপ্ত হয় তার স্ত্রী কারিমা, কথা কাটাকাটির এক পর্যায়ে, ভিকটিম রবিউলের মাথায় ও গোপনাজ্ঞে বাশের মোটা লাঠি দিয়ে পিটিয়ে আহত করে স্ত্রী কারিমা, শালা হুমায়ুন কবির, শশুর আবুল কালাম আজাদ ও লিটন মিয়াসহ আরো ৪/৫ জন।

ঘটনার পরবর্তীতে ভিকটিম রবিউলের শারীরিক অবস্থার অবনতি হলে গত ৯ মে সকালে ভিকটিমকে ইজিবাইক যোগে টংগী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। পরে সেখানে তাকে ভর্তি করালে, সেখানকার কর্তব্যরত চিকিৎসক রবিউলের শারীরিক অবস্থা বিবেচনা করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। দ্রুত তার পরিবারের লোকজন এ্যাম্বুলেন্স যোগে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে উত্তরা জসিম উদ্দিন রোডে পৌঁছালে রবিউল মৃত্যুর কোলে ডলে পরে। হত্যাকান্ডের শিকার রবিউল গাজীপুর মহানগরীর টংগী পূর্ব থানাধীন এরশাদ নগর এলাকার তুহিন তালুকদারের ছেলে। হত্যাকান্ডের বিষয়ে রবিউল এর বাবা বাদি হয়ে পূবাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। পূবাইল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা হত্যাকান্ডের কথা স্বীকার করেছে, আইনগত ব্যাবস্থা গ্রহন শেষে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

/ দীপ্ত সংবা

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More