গাজীপুরের শ্রীপুরে এক কৃষক তার ধানক্ষেতে নিপুণ কৌশলে ফুটিয়ে তুলেছেন ভালবাসার প্রতীক। সবুজ আর বেগুনি ধান রোপন করে জমিতে চমৎকার নকশা ফুটিয়ে তুলেছেন তিনি। অসাধারণ এই দৃশ্য মুগ্ধ করছে সবাইকে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বেকাসাহারা গ্রামে কৃষক এনামুল হকের ধানক্ষেত। চারপাশে সবুজের সমারোহ। বোরোধানে ভরে গেছে মাঠ। ক্ষেতের মাঝখানে সবুজ আর বেগুনি ধান লাগিয়ে, মানবদেহের হৃৎপিণ্ডের প্রতিকী চিহ্ন ফুটিয়ে তুলেছেন এনামুল।
শ্রীপুরের কৃষক এনামুল হক বলেন, প্রতিবছর নিজের ক্ষেতে ভিন্ন ধরনের কিছু করেন এনামুল। মানুষকে আনন্দ দিতে ভালো লাগে তার।
কৃষকেরা এমন ব্যতিক্রমী উদ্যোগ নিতে চাইলে সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন গাজীপুরের শ্রীপুরের উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা।
এর আগে ধানক্ষেতে মা ও বাংলাদেশের মানচিত্র ফুটিয়ে তুলেছিলেন এনামুল হক।
এজে/দীপ্ত সংবাদ