গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টায় এ ঘটনার সূত্রপাত। এতে পুড়ে যায় অর্ধশতাধিক দোকান। পরে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, চান্দনা চৌরাস্তায় শাপলা ম্যানশনের পেছনের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে বাজারের বিভিন্ন দোকানে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে গাজীপুর ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
শুরুর দিকে পানির স্বল্পতা ও প্রচণ্ড ধোঁয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। পরে পাশের পুকুর ও ভবন থেকে পানি সরবরাহ করে দুই ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ডাম্পিং কার্যক্রম চলছে।
উপ–সহকারী পরিচালক মোহাম্মদ মামুন আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের দাবি, মুদি, মনোহারি ও কাঁচা সবজির অন্তত ৫০টি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন তারা।