গাজীপুরে অটোযাত্রীকে অপহরণ, চাঁদা আদায় ও হত্যা মামলায় অভিযুক্ত পলাশ সরকার (২৬), ও আল আমিন (২১) কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৬ জুলাই) জিএমপি টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত পলাশ গাজীপুরে কালিগঞ্জের ফুলদি মাকুমান এলাকার লোকমান সরকারের ছেলে এবং আল আমিন মুন্সিগঞ্জের চিতারা দীঘিরপাড় এলাকার মৃত আকবর আলীর ছেলে ।
পুলিশ জানায়, ২৬ জুন রাত সাড়ে ৭ টায় অটোরিক্সায় মামলার বাদীর মৃত তামিম (২৫) ও সোহেল রানা (১৮) মীরের বাজার ভালুটিয়া থেকে সাইনবোর্ড যাওয়ার পথে জিএমপির টঙ্গী পূর্ব থানাধীন আমতলী এলাকায় পৌঁছালে ৫/৬ অপহরণকারী দেশীয় অস্ত্রের মাধ্যমে মারপিট ও ভয়ভীতি দেখিয়ে তামিমের মোবাইল ফোন এবং সোহেলর থেকে মোবাইল ফোন ও বিকাশে থাকা ২০৯৯ টাকা জোড়পূর্বক কেড়ে নেয় ।
পরবর্তীতে তামিম ও সোহেল রানার নিকট পর্যাপ্ত টাকা না থাকায় অভিযুক্তরা ইজি বাইকটি শিলমুন স্পেশালাইজড হাসপাতালের পিছনের গলিতে নিয়ে এলোপাথারী মারপিট করতে থাকে এবং বিকাশে টাকা আনার জন্য হুমকি দেয়। ইতিমধ্যে তামিমের মৃত্যু নিশ্চিত বুঝে তাকে রেল লাইনের পাশে ফেলে অপহরণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ।
জিএমপি কমিশনার ইব্রাহীম খান জানান, নিহত তামিমের বাবা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় ৫/৬ জনের বিরুদ্ধে অপহরণ, চাঁদা আদায়সহ হত্যা মামলা করেন। গ্রেফতারকৃতরা স্বীকারোক্তি মুলক জবানবন্ধি দিয়েছে বাকী আসামীদের গ্রেফতার প্রক্রিয়া চলছে ।
এসএ/দীপ্ত নিউজ