গাজীপুরে ভারী বর্ষণে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে অনেক রাস্তাঘাট, বাড়িঘর এবং শিক্ষা প্রতিষ্ঠান। জলাবদ্ধতার সষ্টি হয়েছে অফিস আদালতেও। ফলে ভোগান্তিতে রয়েছে এসব এলাকার সাধারন মানুষ।
খোজ নিয়ে দেখা গেছে জেলার শ্রীপুর উপজেলার সদরের বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গেছে, সাব-রেজিষ্ট্রি অফিসের রাস্তা কোমর পানি থাকায় আশপাশে বসবাসকারী শতাধিক ঘরবাড়ীর লোকজন পড়েছে বিপাকে।
এদিকে কালিয়াকৈর পৌর এলাকার হরিণহাটি, বিশ্বাসপাড়া এলাকাতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানি বন্ধীতে রয়েছে ওই সব এলাকার কয়েক হাজার মানুষ। বৃষ্টি কমে গেলেই জলাবদ্ধতা থাকবে না বলে জানিয়েছে কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান।
এছাড়া জেলার বিভিন্ন এলাকার মাছের খামার তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মাছের খামারীরা।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ