গাজীপুরের পোশাক শ্রমিকদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রথমবারের মতো গাজীপুরের জয়দেবপুর থেকে পঞ্চগড় পর্যন্ত স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বুধবার (৫ এপ্রিল) দুপুরে জয়দেবপুর রেলওয়ে জংশনে সাংবাদ সম্মেলনে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান এ তথ্য জানানো হয়।
সাংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদের আগে ১৮ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত এবং ঈদের পর ২৪ ও ২৫ এপ্রিল চলবে এই সার্ভিস। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম নামের এই ঈদ স্পেশাল ট্রেনটি, জয়দেবপুর–পঞ্চগড় রুটে চলাচল করবে।প্রতিদিন সন্ধ্যা সোয়া ৭টায় জয়দেবপুর স্টেশন ছেড়ে যাবে এবং পঞ্চগড়ে পৌঁছাবে পর দিন ভোর ৫টা ২৫ মিনিটে।
ট্রেনটি কিসমত, ঠাকুরগাঁও দিনাজপুর, পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, জয়পুরহাট এবং শান্তাহার স্টেশনে যাত্রা বিরতি করবে।
৭ এপ্রিল থেকে শুরু হবে আগাম টিকিট বিক্রি।
আফ/দীপ্ত সংবাদ