বিজ্ঞাপন
শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫
শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫

গাজীপু‌রের ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গাজীপুরের কালীগঞ্জে ড্রাম ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী মারা গে‌ছে। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও দুইজন।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে কালীগঞ্জটঙ্গীঘোড়াশাল আঞ্চলিক সড়কের কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।

নিহতরা হলেন, নরসিংদীর মনোহরদীর দশদোনা এলাকার নুরুল হকের ছেলে অলিউল্লাহ (৪০), ময়মনসিংহ তারাকান্দা উপজেলার পাগলীপুর এলাকার মৃত শুক্কুর মাহমুদের ছেলে আবু তালেব (২৭) ও নিহত শিশু সিরাজগঞ্জের হাফিজুর রহমানের ছেলে তামিম () অন্যদিকে আহতরা হলেন নিহত শিশু তামিমের বাবা হাফিজুর রহমান (৪০), মা ছালমা বেগম (৩৫)। তারা সফিপুর থেকে অটোরিকশায় করে কালীগঞ্জটঙ্গীঘোড়াশাল আঞ্চলিাক সড়ক হয়ে নরসিংদী যাচ্ছিলেন।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুল কবির নকিব জানান, ঘটনাস্থলেই দুইজন মারা গেছেন। আহত তিনজনকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে পাঠানো হয়েছে। পরে সেখান থেকে আহত শিশুটিকে গাজীপুরের শ্রীপুরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে শিশু তামিম মারা যায়।

ওসি মো. আলাউদ্দীন জানান, দূর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক ও সিএনজি চাপায় সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা পুলিশের ওই কর্মকর্তা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More