গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে বিভিন্ন সমস্যা পেয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ। রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জানান, ‘দেশের সব কারাগারের পরিস্থিতি অনেকটা একই রকম। প্রথমত, আমি কারাগারগুলোতে সাইকোলজিস্টের অভাব পেয়েছি। সেখানে পদ রয়েছে কিন্তু লোকবল নেই। চারটা কারাগার ঘুরে দেখেছি, প্রতিটি হাসপাতালে ডাক্তার স্বল্পতা রয়েছে। এছাড়াও ভবন পুরোনো। ড্রেনেজ কোথাও কোথাও ভালো, কোথাও খারাপ। দ্বিতীয়ত, কারাগারে প্রচণ্ড দুর্গন্ধ। অনবরত যেভাবে গন্ধ আসছে, তাতে সেখানে বসবাস করা কষ্টকর। এছাড়া টয়লেটগুলো ব্যবহারের অনুপযোগী।’
কারাগারগুলোকে সংশোধনাগার করার তাগিদ দিয়ে কামাল উদ্দিন আরও বলেন, কারাগারগুলোকে আরও বেশি সমৃদ্ধ করে সংশোধনাগার করা একান্ত প্রয়োজন। যাতে যাঁরা অপরাধের কারণে কারা অভ্যন্তরে রয়েছেন, তাঁরা সংশোধিত হতে পারেন। অনুশোচনা নিয়ে কারাগার থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। তাঁরা তাঁদের ভুলগুলো বুঝতে পারেন, সমাজের জন্য কাজ করতে পারেন।
বেলা সাড়ে ১১টায় কাশিমপুর কারাগার পরিদর্শনে আসেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানসহ পাঁচ সদস্যের প্রতিনিধিদল। তাঁরা মহিলা ও হাইসিকিউরিটিসহ চারটি কারাগার পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা, পরিচালক আশরাফুল আলম, উপপরিচালক কাজী আরফান আশিক, এম রবিউল ইসলাম প্রমুখ।
এমি/দীপ্ত