গাজা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা এসেছে ইসরায়েলের শীর্ষ নেতৃবৃন্দ থেকে। এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক আদালতের শুনানিতে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ইসরায়েলকে গণহত্যায় অভিযুক্ত করে আন্তর্জাতিক বিচার আদালত–আইসিজেতে প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়।
এসময় ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দিতে আদালতের প্রতি আহবান জানায় দক্ষিণ আফ্রিকা। তবে, ইসরায়েল কঠোরভাবে সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে।
স্থানীয় সময় শুক্রবার (১২ জানুয়ারি) তেল আবিব তাদের নিজেদের পক্ষে যুক্তি উপস্থাপন করবে। এই শুনানি চলাকালেও থেমে নেই গাজা ও ফিলিস্তিনের অন্যান্য শহরে ইসরায়েলি আগ্রাসন।
রাফাহ শহরের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় শিশু সহ নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এসএ/দীপ্ত নিউজ