গাজার একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৫ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।
এছাড়া গাজা উপত্যকার আল–মাগাজি শরণার্থী শিবিরেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
হাসপাতালে ইসরাইলের প্রাণঘাতী হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল–সিসি।
এদিকে হাসপাতালে হামলার ঘটনায় ক্ষুব্ধ হওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
এ হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুতেরেস।
এর আগে একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়। এরইমধ্যে গাজায় নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে।
এসএ/দীপ্ত নিউজ